প্রতিষ্ঠাতার বাণী

الْحَمْدُ لِلَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَمَنْ وَالَاهُ وَبَعْدُ.

‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল-ইসলামিয়্যাহ' আরবী ভাষা ও ইসলামী বিষয়ে উচ্চশিক্ষার একটি ব্যতিক্রমধর্মী বিদ্যাপীঠ। ‘জ্ঞানই আমাদের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ও পদ্ধতি' এই মূলমন্ত্র নিয়েই এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ‘বাংলাদেশে আরবী ভাষার আরো বহুমাত্রিক উন্নয়ন প্রয়োজন এবং ইসলামী শিক্ষার বিভিন্ন বিষয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আরো বহুমুখী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন' এ দুটি বিষয়কে সামনে রেখে কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ- দিরাসাতিল ইসলামিয়্যাহ তার শিক্ষাক্রম প্রস্তুত করেছে। এর সাথে যুক্ত হয়েছে আধুনিক শিক্ষার সমন্বয়। ফলে আমরা আশা করছি, শিক্ষার যে সুদূর প্রসারী প্রভাব একটা জাতিকে অনুপ্রাণিত করে এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে একটি জাতি যে উন্নয়নের শিখরে ওঠতে পারে, সে কাজটি করার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটি অবদান রাখবে। পাশাপাশি আমাদের মধ্যে যে অজ্ঞতা ও জাহালাত এবং শিক্ষার ক্ষেত্রে যে অনগ্রসরতা আছে তা দূরীকরণে বহুবিধ শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে এ প্রতিষ্ঠান অবদান রাখতে পারবে, ইন শা আল্লাহ।

একটি মুসলিম সমাজে শিক্ষার্থীরা মূলত তিন ধরনের জ্ঞানে দক্ষ হলে সমাজ উন্নয়নে অবদান রাখতে পারে। অহীর জ্ঞান, নৈতিক জ্ঞান ও জাগতিক উপকারী জ্ঞান। আধুনিক শিক্ষা ব্যবস্থায় এ তিন প্রকার জ্ঞানের সু-সমন্বয় প্রয়োজন। শিক্ষানীতি ও শিক্ষা পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে যদি তা অনুসৃত হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আলোকিত হবে, দক্ষ ও মুখলিস হবে এবং সম্পদে পরিণত হবে। কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যার সকল অ্যাকাডেমিক কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষা সার্বিকভাবে এবং ইসলামী শিক্ষা বিশেষভাবে আরো সমৃদ্ধ হবে, এমনটা আমাদের প্রত্যাশা। শিক্ষার আলো ছড়িয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপকার ও কল্যাণ যেন আমরা নিশ্চিত করতে পারি সে তাওফীক আল্লাহ রব্বুল আলামীনের কাছে কামনা করছি।

বিনীত

ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব।

প্রতিষ্ঠাতা, কুল্লিয়াতুল কুরআন, উত্তরা- ঢাকা, ও সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়।