‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাত আল-ইসলামিয়্যাহ’ উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণামূলক একটি প্রতিষ্ঠান। এটি স্থাপিত ২০২১ খ্রি./ ১৪৪২ হি. সালে। এখানে সানাবিয়্যাহ (উচ্চ মাধ্যমিক) ও কুল্লিয়া (উচ্চতর) পর্যায়ে শিক্ষার ব্যবস্থা রয়েছে। রয়েছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স, বিভিন্ন স্তরের মানুষের জন্য আরবি ভাষা কোর্স এবং বিভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা কোর্স। প্রতিষ্ঠানে দেশ-বিদেশে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পূর্ণ ও খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। সর্বোপরি বিশুদ্ধ ধারার ইসলামী শিক্ষার আধুনিক ব্যবস্থা সম্বলিত একটি অনন্য প্রতিষ্ঠান ‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাত আল-ইসলামিয়্যাহ’।
কুল্লিয়াতুল কুরআন-এর সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সমূহের অ্যাফিলিয়েশন ও এমওইউ
কুল্লিয়ার সাথে মুসলিম বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমওইউ প্রক্রিয়াধীণ রয়েছে, যাতে এ প্রতিষ্ঠানের সাথে সেগুলোর একাডেমিক অ্যাফিলিয়েশন ও কো-অপারেশন সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা সহজেই ব্যাচেলর কিংবা মাস্টার্স পর্যায়ে তাদের ক্রেডিট ট্রান্সফার করতে পারে। ফলে বিশ্বখ্যাত আরবি ও ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এডমিশন সহজ হবে। এতে আমাদের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে বিভিন্ন বিষয়ে দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ।
যে সকল প্রতিষ্ঠানের সাথে কুল্লিয়ার এমওইউ করা হবে,
- মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা
- উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা
- কিং সউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ
- ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়, রিয়াদ
- কিং আবদুল আযীয বিশ্ববিদ্যালয়, জেদ্দা
- আল-আযহার বিশ্ববিদ্যালয়, মিশর
- আইন শামস বিশ্ববিদ্যালয়, মিশর
- ইউনিভার্সিটি অব মালয়, মালয়েশিয়া
- ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া
- ইউনিভার্সিটি অব আলজিয়ার্স, আলজেরিয়া
- মুহাম্মাদ আল-খামিস ইউনিভার্সিটি, মরক্কো
- ইউনিভার্সিটি অব কুয়েত, কুয়েত
- সালাফে সালেহীনের আক্বীদা ও মানহাজ প্রচার-প্রসারে বদ্ধপরিকর
- কুল্লিয়ার সকল স্তর ও বিভাগে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়।
- ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দেশ-বিদেশের বরেণ্য ওলামা-মাশায়েখ ও স্কলার দ্বারা পাঠদান।
- মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ও কারিকুলাম অনুসরন।
- বাংলা, ইংরেজি ও গণিতের ক্ষেত্রে জাতীয় শিক্ষা বোর্ড- এর সিলেবাস ও কারিকুলাম অনুসরন।
- আবাসিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত আবাসন ও পুষ্টিকর খাবার।
- প্রতিষ্ঠানের শিক্ষা ও আবাসিক ক্যাম্পাস ঢাকার অভিজাত এলাকা উত্তরায়।
- মাল্টিমিডিয়া সম্পন্ন ডিজিটাল ক্লাসরুম।
- সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা।
কুল্লিয়াতুল কুরআনিল কারীম-এর বৈশিষ্ট্য
- ইসলামী শারিয়া জ্ঞান ও আরবি ভাষায় দক্ষতা অর্জন।
- কমপক্ষে ৫ পারা কুরআন হিফয করা।
- বিষয়ভিত্তিক হাদিস হিফয করা।
- ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা।
- সফটস্কিলের দক্ষতা।
- নিয়মিত শরীর চর্চা।
- বহুমূখি দক্ষতা বৃদ্ধির জন্য বক্তৃতা, বিতর্ক ও লেখনীর ক্ষেত্রে প্রশিক্ষণ।
- একাডেমিক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ।
- উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে ক্রেডিট ট্রান্সফার।
শিক্ষার্থীরা কুল্লিয়ায় যা পাবে
- শিক্ষার্থীকে অবশ্যই চরিত্রবান ও আদবকায়দা সম্পন্ন হতে হবে।
- কুল্লিয়ার নিয়ম-কানুন ও সকল নির্দেশনা মেনে চলতে হবে।
- পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি চলতে হবে।
- ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ক্লাসে শতভাগ উপস্থিত নিশ্চিত করতে হবে।
- পূর্ববর্তী সকল সনদপত্র ও নম্বরপত্র সত্যায়ন করে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে।
- সনদসহ সকল কাগজপত্র অন-লাইন আবেদনের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে।
- সানাবিয়্যাহ বিভাগে ভর্তির জন্য দাখিল/মেশকাত/এসএসসি পাশ হতে হবে।
- কুল্লিয়া স্তরে ভর্তির জন্য সানাবিয়্যাহ/আলিম/এইচএসসি পাশ হতে হবে।
- আরবি ভাষায় যথেষ্ট দক্ষতা না থাকলে প্রয়োজনানুযায়ী আরবি ভাষা কোর্স করা বাধ্যতামূলক।
- কুল্লিয়া কর্তৃক নির্ধারিত সকল শর্ত মেনে চলতে হবে।
প্রতিষ্ঠানে ভর্তির শর্তাবলী
আমাদের সাথে থাকুন
‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ’ বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। এতে থাকছে সানাবিয়্যাহ (হায়ার সেকেন্ডারি) ও কুল্লিয়া (ব্যাচেলর) পর্যায়ের শিক্ষা ব্যবস্থা। আরো রয়েছে শিক্ষক প্রশিক্ষণ কোর্স এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের জন্য আরবি ভাষা কোর্স। এবং গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ের ওপর ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স।